শ্রমিকদের মধ্যে ইবনে সিনার কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৮:০৫:০৮ অপরাহ্ন
সিলেটে বিভিন্ন পেশার শ্রমিকদের মধ্যে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ পক্ষ থেকে বুধবার কম্বল বিতরণ করা হয়েছে। হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো. আজহার উদ্দিন খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম ও হেড অব এডমিন মোহাম্মদ জাকির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এসিস্ট্যান্ট ম্যানেজার (এইচ আর) রাশেদুল ইসলাম, হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এইচ আর) ইকবাল হোসেন খন্দকার, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার দিলশাদ মিয়া, এসিট্যান্ট ম্যানেজার (এডমিন) নজরুল ইসলাম, এডভোকেট জামিল আহমেদ রাজু ও শ্রমিক নেতা মিয়া মোহাম্মদ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাকির হোসেন বলেন, ইবনে সিনা হাসপাতাল চিকিৎসা সেবার পাশাপাশি এবার শীতার্ত সকল পেশার শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও প্রতিটি দুর্যোগময় মুহূর্তে ইবনে সিনা হাসপাতাল নিম্ন আয়ের মানুষের পাশে থাকবে। বিজ্ঞপ্তি