আদর্শ শিক্ষক ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৮:০৬:৩৫ অপরাহ্ন
আদর্শ শিক্ষক ফোরাম সিলেটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কলেজ শিক্ষক পরিষদ সিলেট মহানগরের সেক্রেটারী মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক পরিষদ সিলেট মহানগরের সহ-সেক্রেটারী মোঃ মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর সভাপতি প্রফেসর ড. মাহবুবে এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর সেক্রেটারী মুহাম্মদ আব্দুস শাকুর।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, সিলেটে দিন দিন শীতের মাত্রা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সুবিধাবঞ্চিত মানুষ। বিবেকের তাড়নায় অসহায় শীতার্ত মানুষের সাহায্যে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারণ হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে। বিজ্ঞপ্তি