বিপিএলে মাতবে সিলেট
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:১৮:৩৬ অপরাহ্ন
আজ থেকে টিকিট বিক্রি
স্পোর্টস রিপোর্টার : এবার বিপিএলে মাতবে সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে সিলেট ভেন্যুর খেলা শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। খেলায় অংশ নিতে নিজ শহরে পৌঁছেছে দুর্দান্ত ফর্মে থাকা টিম সিলেট স্ট্রাইকার্স। বাকী দলগুলোও আজ পৌঁছে যাবে সিলেটে।
বিপিএলে অর্ধেকের বেশি (৪৬ ম্যাচের ২৪টি) খেলা হয়ে গেছে। সিলেটে হবে আরও ৮টি খেলা। তাই এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা আর পর্যালোচনা- কোন ৪ দল খেলবে নকআউট পর্বে? ধারনা করা হচ্ছে ঢাকায় শেষ পর্বের আগে পুরোপুরি না হলেও সিলেটে লিগ টেবিলের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
সেরা চারের লড়াইয়ে অনেকটাই এগিয়ে মাশরাফির সিলেট। দলটির নকআউট পর্বে পা রাখা একরকম নিশ্চিত। সাকিবের বরিশালও বহুদুর চলে গেছে। শুরুতে পরাজয়ের বৃত্তে আটকে থাকলেও পরে টানা ৪ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও এগিয়েছে বেশ।
নুরুল হাসান সোহানের রংপুর, তামিম-ইয়াসির আলী রাব্বির খুলনা, নাসিরের ঢাকা ডমিনেটর্স আর শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রায় সমান্তরালে। মাশরাফির দল কী এ পর্বেও সবার শীর্ষে থাকবে? নাকি সাকিবের দল উঠে আসবে? সঙ্গে কুমিল্লার জয়রথও কি সচল থাকবে? রংপুর কি ছন্দ ফিরে পাবে? এখন দেখার বিষয় সিলেটে আসলে কি হয়!
চলতি বিপিএলে তিনটি আলাদা ভেন্যু রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাকি কেবল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর সেই অপেক্ষার অবসান হতে চলেছে কাল।
বুধবার দুপুরে বিমানের ফ্লাইটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মাশরাফি বিন মোর্তুজা ও মোহাম্মদ আমিররা। মাশরাফিদের আগমন উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিলেট স্ট্রাইকার্স টিমের বাস।
শোভাযাত্রাটি আম্বরখানা শাহী ঈদগাহ ঘুরে যায় কুমারপাড়া। সেখান থেকে নয়াসড়ক চৌহাট্টা রিকাবীবাজার হয়ে মিরের ময়দান থেকে এগিয়ে সুবিদবাজার যায়। এরপর আম্বরখানা থেকে শোভাযাত্রা পৌঁছায় সিলেট গ্রান্ড রিসোর্ট হোটেলে।
এবার দুর্দান্ত ফর্মে সিলেট। সাত ম্যাচ খেলে ছয়টি জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। ঘরের মাঠে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের সঙ্গে তিনটি ম্যাচ খেলবে তারা ২৭, ২৮ ও ৩০ জানুয়ারি। এরপর লিগ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে ঢাকায়। কাল দুপুর ২:৩০ রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স
বিপিএলের আগের আট আসরের মধ্যে সাতটিতে খেলেছে সিলেট। এই সাত আসরে ভিন্ন পাঁচ মালিকানায় পাঁচ নামে খেলেছে সিলেট। এর মধ্যে তাদের সর্বোচ্চ সাফল্য দ্বিতীয় আসরের সেরা চারে খেলা। বাকি ছয় আসরে প্রথম পর্বেই শেষ ছিলো সিলেটের দৌড়। কিন্তু এবার দেখা যাচ্ছে অন্য এক সিলেট। মাশরাফির হাত ধরে এবার শুরু থেকেই জয়ের আনন্দে উড়ছে সিলেট স্টাইকার্স।
এবার প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বিপিএলের সর্বোচ্চ চারবারের শিরোপা জেতা অধিনায়ক মাশরাফিকে দলভুক্ত করেছে সিলেট স্ট্রাইকার্স। বিগত আসরগুলোতে দল হিসেবে সিলেট যতটা ব্যর্থ, অধিনায়ক মাশরাফি ততটাই সফল।
এদিকে, আজ থেকে পাওয়া যাবে বিপিএলের সিলেট পর্বের টিকিট। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ সিলেট পর্বের ম্যাচ।
বিপিএলের টিকিট বিসিবি বিক্রি করবে লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের মূল গেটের বুথে। ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত বুথে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবি।
সর্বনিম্ন ২০০ টাকা রাখা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজের টিকিট মিলবে ৫০০ টাকায়।
সিলেট পর্ব : ২৭ জানুয়ারি- রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স-দুপুর ২:৩০। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ফরচুন বরিশাল – সন্ধ্যা ৭.১৫।
২৮ জানুয়ারি – কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স – দুপুর ২টা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স-সন্ধ্যা৭ টা। ৩০ জানুয়ারি- ঢাকা ডমিনেটর-রংপুর রাইডার্স-দুপুর ২টা। খুলনা টাইগার্স – সিলেট স্ট্রাইকার্স-সন্ধ্যা ৭টা।
৩১ জানুয়ারি- ঢাকা ডমিনেটর-ফরচুন বরিশাল- দুপুর ২টা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স-সন্ধ্যা ৭টা।