গণতন্ত্র হত্যা দিবসে দক্ষিণ জেলা জামায়াতের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৯:১০:১৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ শাখার আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, ৭৫ সালের বিভীষিকার মতো দেশে আজ গণতন্ত্র নেই, অর্থনীতিও শেষ, দেশে এখন জুলুমতন্ত্র চলছে। বাকশাল কায়েম করে, গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ দেশ ও জাতির যে ক্ষতি করেছিল জনগণ নতুন করে তা আর দেখতে চায় না। এজন্য আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই।
বুধবার সন্ধ্যায় বাকশাল প্রতিষ্ঠা ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও দক্ষিণ শাখার উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে মাওলানা ফারুক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম।
উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল কুদ্দুস, হাকিম নাজিম উদ্দীন, ড. হাশমত উল্লাহ, সোলাইমান আলী, আব্দুস সাত্তার আব্দুল কাইয়ুম ও শ্রমিক কল্যাণের জেলা সভাপতি ফখরুল ইসলাম খান। বিজ্ঞপ্তি