কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ৬:৫৫:৫১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। কাস্টমস কর্মকর্তা, কর্মচারী ও আমদানিকারকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনায় দিবসটি পালিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমসকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তারা। এ সময় তারা ভারতীয় কাস্টমসকে মিষ্টি উপহার দেন। এ ছাড়াও ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের পক্ষ থেকে বিজিবি ও ভারতীয় বিএসএফ’কে ফুলেল শুভেচ্ছা জানান।
সিলেট বিভাগীয় কাস্টমস কর্মকর্তার দিকনির্দেশনায় ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন এ আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ ফরিদুল আলম ও মির্জা সাঈদ হাসান ফরমান, বিজিবি এবং বিএসএফ প্রতিনিধি, আমদানি কারক গ্রুপের প্রতিনিধি সহ ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।