বিয়ানীবাজারে নওমুসলিমের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ৮:০২:৪১ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে নও মুসলিম এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক নওমুসলিম কাউসার আহমদ (৩৮), সে একই এলাকার নারায়ন রবি দাসের পুত্র।
বৃহস্পতিবার ভোরে ভাড়া বাসার ছাদে তার লাশ পড়ে থাকতে দেখে নৈশ প্রহরীকে প্রতিবেশীরা জানান। নৈশ প্রহরী স্থানীয় চেয়ারম্যানকে জানালে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।
নও মুসলিম কাউসারের আগের নাম কৃষ্ণ দাস বলে জানা গেছে। ব্যক্তিগত জীবনে নও মুসলিম কাউসার দুই মেয়ে এবং এক ছেলের জনক। ঘটনার দিন কাউসারের স্ত্রী ও সন্তানরা নানা বাড়িতে ছিলেন। তিনি স্থানীয় বৈরাগীবাজারে নজরুল মিয়ার মাছের আড়তে কাজ করতেন বলে স্থানীয়রা নিশ্চিত করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।