ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জ সরকারী মডেল হাইস্কুল
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ৭:৫৯:৩৮ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি:
ক্রিকেটে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়।
৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় (স্কুল ও মাদ্রাসা পর্যায়ে) সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীকেট টিম। সিলেট বিভাগের চার জেলা থেকে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নেয়।
মঙ্গলবার সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় সিলেট জেলার শাহপরান উচ্চ বিদ্যালয়কে ৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট টিমের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া শিক্ষক মো: মোস্তফা কামাল খাঁন, সহকারী শিক্ষক মুজাহিদ হোসেন, ইমরুল হাসান পলাশ, মাওলানা আতাউর রহমান, এবিএম মাসুম ও মোঃ জামাল মিয়া। স্কুল কর্তৃপক্ষ জানান, আগামী ৩০ ডিসেম্বর কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের চ্যাম্পিয়ন দলের সাথে জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়েরা ফাইনাল রাউন্ডে খেলবেন।