সাইক্লোনের ২৩১তম সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ৭:৫৭:৩০ অপরাহ্ন
‘লেখালেখি সাধনার বিষয়। নিবিড় নিষ্ঠার সাথে সেলিম আউয়াল লেখালেখি অব্যাহত রেখেছেন, লেখালেখিতে তার নিষ্ঠা ও মেধার ছাপ সুস্পষ্ট। তিনি শ্রম মেধার সাহায্যে সিলেটের সাহিত্যাঙ্গনে নিজের অবদান রাখতে সক্ষম হবেন।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে লেখক-সংগঠক সেলিম আউয়ালের লেখালেখি মূল্যায়নসভায় বক্তারা একথা বলেন।
কবি তাবেদার রসুল বকুলের সভাপতিত্বে গত সোমবার সন্ধ্যায় কলবাখানিস্থ কবি সালেহ আহমদ খসরুর বাসভবনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ছড়াকার এডভোকেট আবদুস সাদেক লিপন।
সাইক্লোনের সাবেক সভাপতি মোয়াজ আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাইক্লোনের ২৩১তম সাহিত্য আসরে আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, কলামিস্ট সালেহ আহমদ খসরু, সাইক্লোন সভাপতি জাবেদ আহমদ, শাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, গবেষক আবু সালেহ আহমদ, এডভোকেট আব্দুল মুকিত অপি, সাংবাদিক কাউসার চৌধুরী, সাংবাদিক নূর আহমদ, লেখক ইছমত হানিফা চৌধুরী, ঔপন্যাসিক আলেয়া রহমান, চিত্রশিল্পী সামিয়া খাতুন, কবি-সংগঠক মাসুদা সিদ্দিকা রুহি, লেখক শেখ মুকতাদির ইকবাল, কবি ইশরাক জাহান জেলী, কবি সিদ্দিক আহমদ, শাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা তাহমিনা ওয়াহিদ, প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল, নুপুর সংগীতালয়ের পরিচালক তুহিন আহমদ, কবি নাঈমা চৌধুরী, কবি সেনুয়ারা আক্তার চিনু, প্রবাসী রোজিনা খন্দকার, অনুপ্রাণন সম্পাদক মো. নাসির উদ্দিন, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, রোটারিয়ান রিপন আহমদ, শিক্ষিকা আফিয়া সুলতানা, সমাজসেবী রোমানা আহমদ, রন্ধনশিল্পী ফাহমিদা চৌধুরী, ছড়াকার জুবের আহমদ সার্জন, গল্পকার তাসলিমা খানম বীথি, ডা. নাদিরা নুসরাত মাশিয়াত, কবি কুবাদ বখত চৌধুরী, কবি মকসুদ আহমদ লাল, শিল্পী বিমান বিহারী বিশ^াস প্রমুখ। বিজ্ঞপ্তি