সিলেটে বিপিএল উত্তাপ : আক্ষেপের নাম ‘টিকিট’
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৩:৩৬:৪৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : সিলেটে গত বছরের বিপিএল ছিলো আক্ষেপে ভরা। ছিলোনা গ্যালারি ভর্তি দর্শক, উন্মাদনা। ছিলো না টিকিটের জন্য হাহাকার। কিন্তু এবার এর সম্পূর্ণ উল্টো চিত্র। বিপিএল মাতোয়ারা সিলেট। টিকিট প্রাপ্তিস্থানগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন কিশোর-তরুণ-যুবারা। কিন্তু টিকিট যেন সোনার হরিণ।
বিপিএলের সিলেট পর্ব শুরু আজ। তাই গতকাল বৃহস্পতিবার থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের বুথে শুরু হয় টিকিট বিক্রি। টিকিট বিক্রি কার্যক্রম চালুর নির্ধারিত সময় সাড়ে ৯টা। কিন্তু ভোরে আলো ফোটার সাথে সাথে হাজারো তরুণ-যুবক অবস্থান নেন লাইনে। এসময় কেউ কেউ সফল হলেও অধিকাংশেরই ফিরে যেতে হয় মলিন মুখে। শুরুর এক-দেড় ঘন্টার মধ্যেই ঘোষণা দেয়া হয় টিকিট নেই। টিকিট না পাওয়া অনেকেই অভিযোগ করেন, বিক্রি শুরু হওয়ার এক-দেড়ঘন্টার মধ্যেই ঘোষণা আসে ২০০ ও ৩০০ টাকার টিকিট নেই, যা খুবই আশ্চর্যের! কেবল আছে ১৫০০ টাকা মূল্যের গ্রান্ড স্ট্যান্ডের টিকিট। দুই স্টেডিয়ামের ৬টি বুথে থেকেই একই ঘোষণা দেয়া হয়। অথচ এ সময়ের মধ্যে হাজারের বেশী টিকিট বিক্রি হওয়ার কথা নয়। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১৮ হাজারের কাছাকাছি। তাই প্রশ্ন উঠেছে এত টিকিট গেলো কোথায়?
অভিযোগ উঠেছে টিকিট সিন্ডিকেটের। কম মূল্যের টিকিট পরে বেশী দামে বিক্রির জন্যই ঘোষণা দেয়া হয়েছে ২০০/৩০০ টাকা দামের টিকিট নেই। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।
জেলা স্টেডিয়াম থেকে ২১টি টিকিটসহ তিন যুবককে আটকও করেছে পুলিশ। তাদেরকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সরেজিমনে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, বিপিএলের টিকিটের জন্য দর্শকদের দীর্ঘ লাইন। এসময় বুথে দেখা হয় গোপালগঞ্জের ব্যবসায়ী রুমনের সাথে। তিনি চার বন্ধুকে নিয়ে ভোর সাড়ে ৭টায় অবস্থান নেন কাউন্টারে। কিন্তু প্রথম দিন শুক্রবারের কোনো টিকিট তিনি ক্রয় করতে পারেন নি। বাধ্য হয়ে পরের দিনের ম্যাচের টিকেট কিনেন।
সুনামগঞ্জ থেকে টিকেট কিনতে এসেছিলেন রনি। তিনি জানান, টিকেটের জন্য সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়িয়েও ৩০০টাকার টিকেট পাননি। তিনি প্রশ্ন রেখে বলেন, হাতেগোনা কয়েকজন টিকেট পেয়েছেন। বাকি টিকেট গেল কোথায়?
এ ব্যাপারে স্টেডিয়ামে টিকিট বিক্রি বুথের ইনচার্জ কামাল পাশা জানিয়েছেন, দেড় ঘন্টার মাথায় সর্বনিম্ন মূল্যের টিকিট শেষ হয়ে যায়। টিকিটের সংকট থাকবে না। আগামীকালও (আজ) একই সময়ে টিকিট বিক্রি হবে। কালোবাজারে কোনো টিকিট বিক্রি হয়নি বলে দাবি করেন তিনি।
ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত বুথে টিকিট বিক্রয় করা হবে বলে জানিয়েছে বিসিবি।
সর্বনিম্ন ২০০ টাকা রাখা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজের টিকিট মিলবে ৫০০ টাকায়। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
টিকিটের হাহাকারের মাঝে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল-এর সিলেটে পর্ব। সেরা চারের লড়াইয়ে এগিয়ে মাশরাফির সিলেট। পয়েন্ট টেবিলেরও শীর্ষে। নবম আসরের শুরু থেকেই সিলেট যেন উড়ছে।
সিলেটে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার অধিনায়ক মাশরাফি মর্তুজা কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি বলেন, কোন প্রত্যাশা নিয়ে তিনি বিপিএলে খেলতে আসেননি। তার কোন প্রত্যাশা নেই। এই বয়সে ক্রিকেট খেলার কারণ অর্থ-কড়িও নয়। শুধু তিনি খেলতে ভালোবাসেন, বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই খেলে যাচ্ছেন। সঙ্গে অন্য কাজও (সংসদ সদস্য) উপভোগ করছেন বলে জানান তিনি।
মাশরাফি বলেন, ক্রিকেট অবশ্যই আমার জীবনে আলাদা জায়গা। তিন বছর আগে যেখানে ছেড়ে এসেছিলাম, সেখান থেকে যতটুকু সুযোগ পাচ্ছি খেলছি। সঙ্গে অন্য কাজও করছি। কারো প্রতি আমার কোন রাগ-ক্ষোভ নেই। যা আছে তা হলো ভালোবাসা। আমি বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। কোন প্রত্যাশা নিয়ে খেলি না। তবে এবারের একমাত্র প্রত্যাশা সিলেটকে শিরোপার স্বাদ দেয়া।
এদিকে, সিলেট পর্বে লিগ টেবিলের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সিলেট স্টাইকার্সের নকআউট পর্বে পা রাখা একরকম নিশ্চিত। সাকিবের বরিশালও বহুদুর চলে গেছে। শুরুতে পরাজয়ের বৃত্তে আটকে থাকলেও পরে টানা ৪ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও এগিয়েছে বেশ।
নুরুল হাসান সোহানের রংপুর, তামিম-ইয়াসির আলী রাব্বির খুলনা, নাসিরের ঢাকা ডমিনেটর্স আর শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রায় সমান্তরালে। মাশরাফির দল কী এ পর্বেও সবার শীর্ষে থাকবে? নাকি সাকিবের দল উঠে আসবে? সঙ্গে কুমিল্লার জয়রথও কি সচল থাকবে? রংপুর কি ছন্দ ফিরে পাবে? এখন দেখার বিষয় সিলেটে আসলে কি হয়!
আজ দুপুর ২টায় মাশরাফির দল মোকাবিলা করবে রংপুর রাইডার্সকে। পরের ম্যাচে সন্ধ্যা ৭টায় সাকিবের বরিশাল খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।