মহাসড়কে দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ৯:১৫:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা মহাসড়কে ফের দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাসড়কের বাহুবলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।
নিহত চান মিয়া (২১) বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার ছেলে।
জানা যায়, ভোর সকালে চান মিয়া নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি মিরপুর গ্যাস পাম্পে যাওয়ার পথে দৌলতপুর ব্রিজ এলাকায় পৌছামাত্র অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চান মিয়ার মৃত্যু হয়।