জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসার ওয়াজ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৬:২৩:৪২ অপরাহ্ন
মাওলানা আমিন উদ্দিন শায়খে কাতিয়া রহ: প্রতিষ্ঠিত জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর বার্ষিক ওয়াজ মাহফিল বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা মুফতি ওলীউর রহমান, মাওলানা হাফিজ ইদাদুল্লাহ শায়খে কাতিয়া, শায়খুল হাদীস মাওলানা মনছুরুল হাসান রায়পুরী।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসানের উদ্বোধনী বয়ানের মাধ্যমে সূচিত ওয়াজ মাহফিলে বয়ান রাখেন শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী শায়খে চিল্লা, মাওলানা মমতাজ উদ্দিন শায়খে বড়দেশী, মাওলানা ক্বারী তৈয়বুর রহমান মুহাদ্দিস লাফনাউট মাদ্রাসা, মাওলানা মাহমুদুল হাসান শায়খে বাহুবলী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা মনজুর আহমদ নোমানী, মাওলানা হাফিজ জাহিদ আহমদ, মাওলানা উসমান গনি, মাওলানা ইয়াহইয়া খান।
জামেয়ার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম ও সহকারী শিক্ষক মাওলানা আমিনুল হক এর যৌথ পরিচালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য তারা মিয়া, হাবিবুর রহমান পন্কি, আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারি সিদ্দিকুর রহমান জুম্মান। বিজ্ঞপ্তি