সীমান্তিক-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৬:২৬:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন। তাই পেশাগত মান উন্নয়ন ও সকল ধরনের সহযোগিতায় তিনি সাংবাদিকদের পাশে থাকবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে আয়োজিত সীমান্তিক-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মঈন উদ্দিন মনজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ এবং সীমান্তিকের চেয়ারপারসন শামীম আহমদ।
সাধারণ সম্পাদক মারুফ আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসকাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, কানাডা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, মাহবুবুর রহমান রিপন, বাপ্পা ঘোষ চৌধুরী, আশরাফুল কবীর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি আশরাফুল আলম নাসির, ইমজার সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, এটিএন বাংলার সিলেট প্রধান শাহ মুজিবুর রহমান জকন, ইমজার সহ সভাপতি ইকবাল মুন্সি, কোষাধ্যক্ষ শফি আহমদ, প্রচার সম্পাদক কাইয়ুম উল্লাস, ক্রীড়া সম্পাদক সাকিব আহমদ মিঠু, দপ্তর সম্পাদক এ এ শিপার চৌধুরী, পাঠাগার সম্পাদক সুবর্ণা হামিদ, সদস্য শামীম আহমদ সামী, চ্যানেল ২৪’র দীপক বৈদ্য দিপু, এখন টিভির মো. সেলিম মিয়া, ডিবিসি নিউজের মোজাম্মেল হক প্রমুখ।
আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সহ অতিথিরা।
এসময় ইমজার পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও বিশেষ অতিথি সীমান্তিকের চেয়ারপারসন শামীম আহমদকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি