নগরীতে যুবদলের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৬:২৮:১৪ অপরাহ্ন
বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমাস্থ বাস টার্মিনাল এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৭তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম।
মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক’র সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় এসময় জেলা ও মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আক্তার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, কবির উদ্দিন, মিজানুর রহমান নেছার, কয়েছ আহমদ, এমদাদুল হক স্বপন, ফখরুল ইসলাম রুমেল, মকসুদুল করিম নুহেল, এনামুল হক চৌধুরী শামীম সহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি