মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধতার কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৬:৩১:৪৭ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় শুক্রবার ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধ হওয়ার প্রক্রিয়া। এ প্রক্রিয়া চলবে পুরো বছর। এ প্রক্রিয়ায় যারা কালো তালিকাভুক্ত রয়েছেন তারা রিক্যালিব্রেশন বৈধতার প্রোগ্রামে অংশ নিতে পারবেননা বলে ইমিগ্রেশন বিভাগের এক নোটিশে জানিয়ে দেয়া হয়েছে।
গত ১০ জানুয়ারি দেশটির মন্ত্রী পরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ম্যানপাওয়ার রিক্যালিব্রেশন প্রোগ্রামের (এমআরপি) জন্য বিশেষভাবে অবৈধ অভিবাসীদের রিক্যালিব্রেশন প্ল্যান ২.০ (আইআইআরপি) বাস্তবায়নের সিদ্ধান্ত নেন এবং ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ঘোষণা দেন অনথিভুক্ত বিদেশি শ্রমিকদের বৈধকরণের রিক্যালিব্রেশন প্রোগ্রামের। রিক্যালিব্রেশন কার্যক্রম চলতি বছরের অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।
গত ১৮ জানুয়ারি দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ এক বিবৃতিতে ‘লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) ২.০’ অবৈধ বিদেশি কর্মীদের বৈধতার ঘোষণা দেন। ঘোষণার আলোকে ২৭ জানুয়ারি শুক্রবার দেশটির নিয়োগকর্তারা ‘লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) ২.০’-এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু করেছেন।
অনুমোদন প্রক্রিয়া শেষ হতে মাত্র একদিন সময় লাগবে। একবার সম্পূর্ণ হলে নিয়োগকর্তারা তাদের বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরেন ওয়ার্কার্স মেডিক্যাল এক্সামিনেশন মনিটরিং এজেন্সির (ফমিমা) মাধ্যমে নিতে হবে যাতে তারা সুস্থ এবং তাদের নিজ নিজ সেক্টরে কাজ করতে সক্ষম হয়। পরবর্তী প্রক্রিয়াটি হবে পুনঃনির্মাণ ফি, ভিসা, অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেস), প্রক্রিয়াকরণ ফি এবং শুল্ক প্রদান। যখন সমস্ত নথি সম্পূর্ণ হয়, নিয়োগকর্তারা পিএলকেস মুদ্রণ করতে পারবেন। প্রথম দিনে কতজন নিয়োগকর্তা আবেদন করেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানিয়ে দেয়া হবে বলে একটি সূত্রে জানা গেছে।
যে আটটি খাতে বিদেশী কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হল উৎপাদন, নির্মাণ, খনি ও খনন, নিরাপত্তা রক্ষী, সেবা, কৃষি, বাগান এবং বিদেশী গৃহকর্মী। এ সকল সেক্টরে বৈধতার ক্ষেত্রে কর্মীর বয়স ১৮ থেকে ৪৯ বছর হতে হবে।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বছরের ২২ জানুয়ারী পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ ১,৪৮৪,৬৭৭ বিদেশী কর্মীকে অস্থায়ী কাজের ভিজিট পাস দিয়েছে। যার মধ্যে বাংলাদেশের ৪,৪৬,২২৯ জন, ইন্দোনেশিয়ার ৩৯৯,৮২৭ জন, নেপালের ২,৮৫,৭৬৮জন, মিয়ানমার ১,৩৫,৫৯০ জন এবং ভারতের ৮,১,০০২ জন।
বর্তমানে কতজন বাংলাদেশি দেশটিতে অনথিভুক্ত রয়েছেন তার নির্দিষ্ট কোনো হিসেব নেই। তবে ধারণা করা হচ্ছে প্রায় দুই থেকে আড়াই লাখেরও বেশি অনথিভুক্ত বাংলাদেশি রয়েছেন।