মৌলভীবাজার খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৮:২৯:৫৭ অপরাহ্ন
পাঠ্যসূচিতে ইসলামী শিক্ষা সংকোচন, সুইডেনে পবিত্র কুরআনের অবমাননা এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুব মজলিসের দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা হাম্মাদ বিল্লার সভাপতিত্বে ও সম্পাদক মাওলানা শাহ মিসবাহ এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা হাম্মাদ বিল্লাহ বলেন বর্তমান সরকার এদেশের মানুষের কল্যাণ চায় না। নাস্তিকতাবাদপূর্ণ শিক্ষা সিলেবাস তৈরি করে এদেশের মানুষকে ধর্মহীন করতে চায়। একদিকে ধর্মীয় শিক্ষা সংকোচন করে এদেশের জনগণকে ধর্ম থেকে আলাদা করার চেষ্টা অব্যাহত রেখেছে অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধগতিতে জনগণকে দিশেহারা করে তুলছে। অবিলম্বে এই শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে পাঠ্যসূচিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের জেলা সহ সভাপতি হুসাইন আহমদ আউয়াল, বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম তালহা, সদস্য আব্দুস সামাদ, উবায়দুর রাহমান আকিব, মোশাররফ হোসেন, মাসকুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি