দিরাইয়ে আওয়ামীলীগের সমাবেশ আজ : অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ১২:১৫:৫১ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি : দশমবারের মতো দলীয় সভানেত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ শনিবার দিরাই থানা পয়েন্টে সমাবেশের ডাক দিয়েছে দিরাই উপজেলা যুবলীগ। এ সমাবেশে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ অনেকেই উপস্থিত থাকার কথা জানিয়ে চলছে প্রচারণা। সমাবেশ সফল করতে শুক্রবার সন্ধ্যা ৬ টায় আয়োজকদের (মোশাররফ গ্রুপ) একটি প্রচার মিছিল করতে দেখা যায়। অপরদিকে সংসদ সদস্য জয়া সেনগুপ্ত অনুসারীরা (প্রদীপ গ্রুপ) দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশের আয়োজন করে। শনিবারের সমাবেশকে ঘিরে উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দু’পক্ষের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে আইন শৃংখলা বাহিনী জানিয়েছে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম/অপারেশন) রিপন কুমার মোদক এর নেতৃত্বে দুই প্লাটুন পুলিশসহ সাদা পোশাকের বিভিন্ন বাহিনীর লোকজন মোতায়েন থাকবে সমাবেশস্থলে।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকেই প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দুই প্রিয়ভাজন প্রদীপ রায় ও মোশাররফ মিয়ার মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার এই দলীয় দ্বন্দ্বের প্রভাবে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। বিগত উপজেলা নির্বাচন ও পৌরসভার নির্বাচনে প্রকাশ্য বিরোধীতায় নামে দুই গ্রুপ। এরপর থেকেই দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে অবজ্ঞা করে বার বার দলীয় সভা সমাবেশ হচ্ছে তার নির্বাচনী এলাকায়। সভা সমাবেশগুলোতে অতিথি হিসেবে উপস্থিত হতে দেখা যায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ অনেককেই। প্রতিবারই এসব সভা সমাবেশ ঘিরে দুপক্ষের মাঝে উত্তেজনা বিরাজমান থাকায় আইন শৃংখলা বাহিনীকে বাড়তি সতর্ক অবস্থান নিতেও দেখা যায়। আইন শৃংখলা বাহিনীর সতর্ক অবস্থান উপেক্ষা করে গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের দিন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। তিন প্লাটুন পুলিশের সতর্ক অবস্থান থাকা সত্তেও এই সংঘর্ষের পর আইন শৃংখলা বাহিনীকে দায়ী করেন জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান। শনিবারের সমাবেশে অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জের অতরিক্তি পুলিশ সুপার (ক্রাইম/অপারেশন) রিপন কুমার মোদক এর নেতৃত্বে সমাবেশস্থলে দুই প্লাটুন পুলিশসহ সাদা পোশাকের বিভিন্ন বাহিনীর লোকজন মোতায়েন থাকার বিষয়টি নিশ্চিত করে দিরাই থানা অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন বলেন, সমাবেশের দিন পরিস্থিতি মোকাবেলায় আইন শৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।