২৭ দিন পর সিলেটে করোনায় ১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৭:৩২:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ২৭ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি করোনা ছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৭২।
শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ৩১ ডিসেম্বর সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান। তিনি বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তিনি ভর্তি ছিলেন। শনিবার ভোররাতে মারা যান। মৃত ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২৭২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সিলেট এবং সবচেয়ে কম হবিগঞ্জ। সিলেট জেলায় মৃত্যুর সংখ্যা ৯৫৩ জন, সুনামগঞ্জ জেলায় ৭৫ জন, মৌলভীবাজার জেলায় ৭২ জন এবং হবিগঞ্জ জেলায় ৪৯ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আরো ১২৩ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬৮ হাজার ২৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬ হাজার ৫৮৮, সুনামগঞ্জে ৭ হাজার ১২২, হবিগঞ্জে ৭ হাজার ৬৯৮ ও মৌলভীবাজারে ৯ হাজার ৯৮৭ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়েছে আরো ৬ হাজার ৮৫৭ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৬৬ হাজার ৭৪৩ জন।