ভার্থখলা জামেয়ার মহাসম্মেলন শুরু
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:৫০:৫৭ অপরাহ্ন
জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় হতে জামেয়ার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ১ম দিনে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন আল্লামা আব্দুল মতিন বিন হোসাইন পীর ঢালকানগর, বিশেষ অতিথি হিসেবে নসিহত পেশ করেন শায়খুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব পীর বরুণা প্রমুখ।
সম্মেলনের ১ম দিনে সিলেট বিভাগ ভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
জামেয়ার ২ দিনব্যাপী মহাসম্মেলনের ২য় দিন ২৯ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সায়্যিদ আসজাদ মাদানী ভারত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, পীরজাদা মীর মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী ঢাকা, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান বানিয়াচং, মাওলানা বদরুল আলম হামিদী বরুণা, মাওলানা নূরুল হক নবীগঞ্জী প্রমুখ। এতে ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ। বিজ্ঞপ্তি