শুভাগত ঝড়ে সিলেট স্ট্রাইকার্সকে চ্যালেঞ্জ ছুড়ল চট্টগ্রাম
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৯:১৫:৩১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্ট : নড়বড়ে শুরুর পর ঘুরে দাঁড়ানো, শেষে ব্যাটিং ঝড়। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আজ এ রূপেই দেখা গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটারদের। শুরুর ধাক্কাটা সামাল দিয়েছেন মেহেদি মারুফ ও আফিফ হোসেন। শেষে ঝড় তুলেছেন অধিনায়ক শুভাগত হোম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই উসমান খানকে (০) ফেরান সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাকওয়ার্ড পয়েন্টে অসাধারণ ডাইভে ক্যাচ নেন জাকির হাসান। ৯৭ রানের মধ্যে চট্টগ্রামের পাঁচ ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরেন। তবে এক প্রান্ত আগলে ছিলেন ওপেনার মেহেদি মারুফ।
৩৬ বলে ফিফটি করার পর তার ইনিংস থামে ৫২ রানে। ৪০ বলের ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি ছক্কা। মোহাম্মদ আমিরের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে আফিফ হোসেন খেলেন ২৭ বলে ৫ চারে ৩৪ রানের ইনিংস। এর পরই পাঁচে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। ২৬ বলে ফিফটি পূরণ করেন। অপরাজিত থাকেন ২৯ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৪ রানে। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী (১২ বলে ১৫*) তাকে বেশ ভালোই সঙ্গ দিয়েছেন। বেদম মার খেয়েছেন তানজিম সাকিব। ৩ ওভারে তিনি দিয়েছেন ৫২ রান! ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম তুলেছে ১৭৪ রান।