বিশ্ব কুষ্ঠ দিবসে সিলেটে র্যালী আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৬:১৩:৫৮ অপরাহ্ন
‘এখনি কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’ এই প্রতিপাদ্যের আলোকে রোববার বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিস সিলেটের উদ্যোগে সমাবেশ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কুষ্ঠ কর্মসূচী এবং লেপ্রা বাংলাদেশের অর্থায়নের র্যালী আলোচনায় উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: নূরে আলম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়, মেডিকেল অফিসার, ডা. আহমদ শাহরিয়ার, ডিএমএম ডা: আফরোজা তাসনীম জ্যোতি, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার সুজন বনিক, এমওডিআর ডা: স্নিগ্ধা তালুকদার, লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, সিভিল সার্জন অফিস সিলেটের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আউয়াল। সমাবেশে ডা: স্বপ্লীল সৌরভ রায় জাতীয় কুষ্ঠ কর্মসূচী প্রদত্ত বিশ্ব কুষ্ঠ বিষয়ক কর্মসূচী প্রদত্ত প্রতিবেদন পাঠ করেন। বিজ্ঞপ্তি