এমপি হাবিব একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর প্রীতি ম্যাচ
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৬:১৭:১৩ অপরাহ্ন
শনিবার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারস্থ রাগীব রাবেয়া ডিগ্রী কলেজের মাঠে এমপি হাবিব একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এমদাদুর রহমান এমদাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মকব্বির আলী এবং যুগ্ম-আহ্বায়ক কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা সৈয়দ রাগীব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এম এ হাসিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান মুহিদ, উপজেলা ভূমি অফিসার মাখন চন্দ্র, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাজ্জাক হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বশির উদ্দিন, আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক আহমদ তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শফিক রহমান, কামালবাজার ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক, তেতলী ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান, প্রবাসী পল্লী গ্রুপের ডাইরেক্টর নাসিম রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি