ডা. জামাল আহমদের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৭:০৭:২৯ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা দক্ষিণপাড়া নিবাসী, আল্ট্রা মর্ডান হোমিও হল কন্সাল্টেন্সি সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ জামাল আহমদ গত ২৫ জানুয়ারি দুপুর ১২ টায় সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা ঐদিন বাদ এশা তুরুকখলা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন দক্ষিণপাড়া মসজিদের ইমাম হাফিজ আহম।
জানাজায় এলাকার মুরব্বিয়ান, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি