শাহজালাল জামেয়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৭:২৫:২৫ অপরাহ্ন
সিলেট প্রেসকাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, খেলাধুলাই বহির্বিশে^ দেশের পরিচিতি বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারা দেশকে সুনাম অনেক বাড়িয়ে দিয়েছেন যা আমরা অনেক ক্ষেত্রে পারিনি। শরীরচর্চার জন্য ক্রীড়া প্রতিযোগিতা একটি ভাল মাধ্যম। ধর্মে নিষিদ্ধ নয় এমন খেলায় ইসলামে কোন বিরোধীতা নেই। তিনি আরো বলেন, নৈতিক শিক্ষা দিতে পারে এমন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া ক্ষেত্রেও বেশ সুনাম রয়েছে। ভবিষ্যতের আলোকিত মানুষ তৈরীতে এই প্রতিষ্ঠানের ভুমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি রোববার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জামেয়ার প্রিন্সিপাল গোলাম রব্বানীর সভাপতিত্বে ও ক্রীড়া কমিটির আহবায়ক মোখলেছুর রহমান খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মুহাম্মাদ মুহিব আলী। পরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ।
এ দিকে একই দিন মহিলা বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে দুটি পর্বে সভাপতিত্ব করেন প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম ও কলেজ ইনচার্জ মোর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী।