ভারতীয় চিনিসহ কারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৮:০০:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ভারতীয় চিনিসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। অভিযানে ১ হাজার ৮৫০ কেজি চিনি জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন (৩৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার পূর্ব লক্ষী প্রসাদ এলাকার নূর উদ্দিনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল-আলম জানান, শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে ১৮৫০ কেজি চিনি নিয়ে এসেছিলেন দোলোয়ার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। পরে মামলা দায়েরপূর্বক তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।