মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৭:৫১:২১ অপরাহ্ন
সিলেট বিভাগের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টার ২০২৩ এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলে সাধারণ মানুষের কল্যাণে এবং দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। ইতোমধ্যে আমাদের ইউনিভার্সিটি বিশ্ব পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করা শুরু করেছে। এ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে শিক্ষার্থীরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে, এমনটাই আমরা চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, ইংরেজি, অর্থনীতি এবং আইন ও বিচার বিভাগের প্রধানগণ অনুষ্ঠানে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন। এসব বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি