বায়তুন নূর জামে মসজিদে ওয়াজ মাহফিল মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৬:১৭:৪৮ অপরাহ্ন
নগরীর পশ্চিম সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে ৩১ জানুয়ারী মঙ্গলবার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করবেন মাওলানা মুফতি নুমান ক্বাসিমী, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে ওয়াজ করবেন শায়খুল হাদিস মুফতি আফযাল হুসাইন রাহমানী-ঢাকা, শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাদির-বাগেরখালী, মাওলানা নাজমুদ্দীন ক্বাসিমী-নাইওরপুল, মাওলানা সিরাজুল ইসলাম। মাহফিলে সভাপতিত্ব করবেন পশ্চিম সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর আহমদ ক্বাসিমী।
উক্ত ওয়াজ মাহফিলে শরীক হওয়ার জন্য মসজিদের মুতাওয়াল্লী মাশুক আহমদ ও সেক্রেটারী ফয়েজ-উল-কয়েস আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি