জগন্নাথপুরে আবর্জনার আগুন থেকে ভবঘুরে বৃদ্ধ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:১২:৪৩ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আবর্জনার আগুন থেকে আহত অবস্থায় এক ভবঘুরে বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
জগন্নাথপুর পৌর এলাকার হাবিবনগর গ্রাম এলাকার প্রধান সড়কের পাশে একটি ডোবার পাড়ে ময়লা-আবর্জনার ভাগাড় রয়েছে। এ আবর্জনায় কয়েক দিন ধরে দিনরাত কমবেশি আগুন জ্বলছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে আবর্জনার ভাগাড়ে আংশিক আগুনের মাঝে এক ভবঘুরে বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা ধারণা করে বলেন, হয়তো রাতে প্রচন্ড শীতে কাবু হয়ে লোকটি আগুনের কাছে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয় পথচারীরা তাকে মৃত ভেবে থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ আগুন থেকে বৃদ্ধকে উদ্ধার করে দেখতে পান তিনি জীবিত আছেন। আগুনে শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। তিনি নড়াচড়া করতে পারলেও নাম-পরিচয় কিছুই বলতে পারেননি। পরে পুলিশ তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, ভবঘুরে লোকটি বর্তমানে জগন্নাথপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।