কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:১৫:৪৫ অপরাহ্ন
যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১০ দফা দাবী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারী সিলেটে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।
সোমবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট ফরহাদ খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা বিএনপি নেতা আক্তার হোসেন রাজু, উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল বাসার ও আব্দুর রকিব, কোষাধ্যক্ষ আজির উদ্দিন, যুগ্ম সম্পাদক মনির হোসেন ও ইয়াকুব আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, বিএনপি নেতা আ. শহীদ মেম্বার, ফজলুল হক ফজল, যুবদল নেতা সেবুল মিয়া মোজাফফর আলী, মহিলা দল নেত্রী আফিয়া বেগম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক আলমগীর হাবিব শাহীন। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন আনু, আলী আহমদ, ফখরুল আলম, আতিকুর রহমান, চান মিয়া, তেরা মিয়া, তুরু মিয়া, সামসুল হক সামসুদ্দোহা, সেবুল মিয়া, মনসুর আলী, ফয়জুল করিম, আব্দুস সালাম, নিজাম উদ্দিন, ইয়াসিন আলী, শাহজাহান, গিয়াস উদ্দিন, শাহ বোরহান, জব্বার খা, জিয়াউর রহমান, তাজ উদ্দিন, জিয়াবুর মেম্বার, নুর মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি