মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:২০:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাদিয়া আক্তার (১৭) নামের এক কিশোরী গুরুতর আহত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কায়সারনগরে বাসাবাড়ির মালামাল বোঝাই ঢাকাগামী একটি পিক-আপ ভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১৬-০০২৮) সজোরে ধাক্কা দেয় একটি অজ্ঞাত গাড়ি। পিক-আপটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের ধারণা, নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত পিক-আপটির চালক বা সহকারী। দুর্ঘটনায় পিক-আপ আরোহী চৌমুহনী ইউনিয়নের দেবীপুর গ্রামের আহাদ মিয়ার মেয়ে সাদিয়া গুরুতর আহত হয়েছে। পথচারীরা আহত সাদিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।