টিকেট কালোবাজারিকে জনতার পাকড়াও : ছাড়িয়ে নিলেন বিসিবির নিরাপত্তাকর্মীরা
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:২৫:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : স্টেডিয়ামে বিপিএলের টিকিট বিক্রিকালে বিসিবির ইস্যু করা কার্ডধারী এক ব্যক্তিকে পাকড়াও করে জনতা। যদিও শেষ পর্যন্ত আটক ঐ ব্যক্তিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেন বিসিবি’র নিরাপত্তাকর্মীরা।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়েছেন বিসিবির নিরাপত্তাকর্মীরা। আটক হওয়া যুবকের নাম পারভেজ।
সিলেট বিমানবন্দর থানার এসআই গৌতম চন্দ্র দাশ টিকেট কালোবাজারিকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিট বিক্রির বুথে টিকিট বিক্রি বন্ধ ছিলো। এসময় বিসিবির কার্ড ঝুলিয়ে একজন কালোবাজারি অতিরিক্ত দামে টিকিট বিক্রিকালে জনতার হাতে আটক হন। পরে উপস্থিত জনতা তাকে সিলেট বিমানবন্দর থানার দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে পরে পুলিশ তাকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানার এসআই গৌতম চন্দ্র দাশ বলেন, বিসিবির কার্ডধারী এক ব্যক্তিকে টিকিট বিক্রির সময় আটক করে স্থানীয়রা আমাদের কাছে সোপর্দ করেন। পরে বিসিবির নিরাপত্তাকর্মীদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।