রিজার্ভ কমে ৩২.২৯ বিলিয়ন ডলার
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:৪৫:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : রেমিটেন্স বাড়লেও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সবশেষ ২৫ জানুয়ারি রিজার্ভ ৩২ দশমিক ২৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
আন্তর্জাতিক মানদণ্ডে যদি রিজার্ভ হিসাব করা হয় তাহলে এটি আরও ৮ বিলিয়নের মতো কমে যাবে। সেই হিসাবে এখন প্রকৃত রিজার্ভ আছে সাড়ে ২৪ বিলিয়ন ডলার। যা গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৪-১৫ অর্থবছরে রিজার্ভের পরিমাণ ছিল ২৫ বিলিয়ন ডলার।