কৃষ্ণাঙ্গ যুবক হত্যা: যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ ইউনিট বিলুপ্ত
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৯:০৬:৫২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের বিশেষ স্করপিয়ন ইউনিট স্থায়ীভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি টায়ার নিকোলস নামের এক কৃষ্ণাঙ্গ যুবক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি।
চলতি মাসের শুরুতে পুলিশি নির্যাতনে নিহত হন কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলস। নির্মম সেই নির্যাতনের ভিডিও প্রকাশ করে মেমফিস নগর কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় পাঁচ পুলিশ কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে স্করপিয়নের বাকি ইউনিটগুলোও ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছে মেমফিস পুলিশ বিভাগ।
বিবৃতিতে মেমফিস পুলিশ বিভাগ জানিয়েছে, সবার স্বার্থে ইউনিটটিকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হোক। ৭ জানুয়ারি নিকোলসকে নির্যাতনের একটি ভিডিও প্রকাশ হওয়ার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ভিডিওতে দেখা যায় নিকোলসকে সড়কে ফেলে পেটাচ্ছেন ও লাথি মারছেন। গ্রেফতারের তিনদিন পর তার মৃত্যু হয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে নিকোলসকে গ্রেফতার করেছিল স্করপিয়ন পুলিশ।