রিজার্ভ চুরির সাক্ষ্য দিতে বাংলাদেশী গোয়েন্দারা ফিলিপাইনে
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৯:১২:০৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির একটি মামলায় সাক্ষ্য দিতে ফিলিপাইন গেছেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়া এ রিজার্ভ চুরির অর্থ ফিরে পেতে সেখানে কয়েকটি বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। গত শনিবার ফিলিপাইনে যাওয়া প্রতিনিধি দল আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশের ওই প্রতিনিধি দল ফিলিপাইনের আদালতে চলমান একটি মামলার সাক্ষ্য দেবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আদালতে চলমান এ সংক্রান্ত মামলার বিষয়েও বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন। প্রতিনিধি দলের সদস্যরা সেখানে অবস্থানকালে বিভিন্ন পর্যায়ে আলোচনা ছাড়াও ফিলিপাইনের মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান ফিলরেমের সম্পত্তি ক্রোকের এক মামলায় সাক্ষ্য দেবেন। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের আবেদনের বিষয়ে এ শুনানি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জানা গেছে, সম্প্রতি এ রিজার্ভ চুরির মামলার বিষয়ে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) ও অন্যদের সমঝোতারভিত্তিতে নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট কোর্ট। যুক্তরাষ্ট্রের আদালত আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে এই সমঝোতা করতে বলেছেন।
সূত্র বলছে, গত শনিবার বাংলাদেশ থেকে ফিলিপাইন পৌঁছা ওই প্রতিনিধি দলে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি রয়েছেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুজন করে মোট চারজন কর্মকর্তা রয়েছেন ওই প্রতিনিধি দলে। এছাড়া ওই দলে যুক্ত হবেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
এ বিষয়ে বিএফআইইউর এক কর্মকর্তা বলেন, ফিলিপাইনের আদালতে রিজার্ভ চুরির মামলা চলমান রয়েছে। ফিলিপাইনের সরকার ও আদালত বিভিন্ন বিষয়ে আমাদের সহযোগিতা করেন। সেই বিষয়ে ফলোআপ মিটিং করতে একটি প্রতিনিধি দল সেই দেশে গেছেন। তাদের মধ্যে বিএফআইইউ ও সিআইডির কয়েকজন গেছেন ওই দেশের আদালতে সাক্ষ্য দিতে।