গাছবাড়ি উইমেন্স কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ৬:০৭:১৩ অপরাহ্ন
কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারস্থ গাছবাড়ি উইমেন্স কলেজের ২০২২-২৩ সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্টিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাছবাড়ি উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসবাহ উদ্দিন সভাপতিত্বে ও প্রভাষক রুহেল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি। স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন শিক্ষা ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাছবাড়ি উইমেন্স কলেজের ভাইস চেয়ারম্যান ও তালবাড়ি মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরিফ আহমদ, গাছবাড়ী সামিট মাদরাসার প্রিন্সিপাল মখতার আহমদ, পরিচালনা পরিষদের সদস্য আব্দুর রহিম, গাছবাড়ী উইমেন্স কলেজের সাবেক প্রভাষক রুহে আলম, সমাজসেবক ও শিক্ষানুরাগী এম এ রাকিব। অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন কলেজের শিক্ষার্থী মরিয়ম বেগম। বিজ্ঞপ্তি