৯ সিটি স্যাটেলাইট স্কুলের শিক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ৬:৪৭:৪৩ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের অধীনে ৯টি সিটি স্যাটেলাইট স্কুলের হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন শাখার উদ্যোগে ৯টি স্কুলের প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।
সিলেট সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ বদরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি স্যাটেলাইট স্কুলের শিক্ষিকা রুমানা বেগম, রাহিলা জেরিন কানন, সিলেট সিটি কর্পোরেশনের সুপারভাইজার মোঃ আব্দুল খালেক, নোমান আহমদ বস্তি উন্নয়ন শাখার কম্পিউটার অপারেটর জালাল হোসেন। পবিত্র কুরআন তেলওয়াত করেন সিটি স্যাটেলাইট স্কুলের ছাত্র মোঃ মারুফ আহমদ। বিজ্ঞপ্তি