সিলেটে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র অনুদান ১৫ জন
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ৭:১২:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ১৫ জন সাংবাদিককের ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র অনুদান ও করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক উপহারের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে চেকগুলো সাংবাদিকদের হাতে তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান।
জানা যায়, সিলেটে এবার ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র অনুদান ও প্রধামন্ত্রী শেখ হাসিনার আর্থিক উপহার পেয়েছেন ১৫ জন সাংবাদিক। তাদের মাঝে মোট ৪ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে ২ লাখ টাকা একজন, ১ লাখ টাকা একজন, ৫০ হাজার টাকা করে দুইজন এবং ১০ হাজার টাকা করে পেয়েছেন ১১ জন।
তারা হলেন, মো. ফজলে আজিম চৌধুরী, জয়ন্ত কুমার দাস, মো. শাহীন, মেহদী হাসান মিজু, রেজাউল হক ডালিম, তুহিন আহমদ, সোহেল আহমদ সুহেল, মো. ইয়াকুল আলী, ইমরান আহমদ, ফয়জুল আহমদ। তারা সকলেই ১০ হাজার টাকা করে পেয়েছেন। এছাড়া দৈনিক বিজয়ের কণ্ঠের জে.এ. কাজল খান পেয়েছেন ২ লাখ টাকা, সিলেটের ডাকের সাব-এডিটর রিয়াজ উদ্দিন ইসকা ৫০ হাজার, সমকাল প্রতিনিধি মামুনুর রশীদ ৫০ হাজার টাকা ও সাপ্তাহিক অপূর্ব সিলেটের উপজেলা প্রতিনিধি মো. খায়রুল পেয়েছেন ১ লাখ টাকা।