জগন্নাথপুরে ১৮২৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ৭:২৮:২৭ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৮২৯ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী ববিতা বেগম (২৫) ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল গ্রামের আলী হোসেন (৪০)।
জানা গেছে, সোমবার রাত ১১ টার দিকে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশ দল শেরপুর গ্রামের সাজু মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ১৮২৯ পিস ইয়াবাসহ সাজু মিয়ার স্ত্রী ববিতা বেগম ও আলী হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, ১৮২৯ পিস ইয়াবাসহ সাজু মিয়ার স্ত্রী ববিতা বেগম ও বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রিকারী আলী হোসেনকে গ্রেফতার করলেও মূল মাদক ব্যবসায়ী সাজু পালিয়ে যায়।