সদর উপজেলায় কৃষকদের মধ্যে পানির পাম্প বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ৭:২৯:৫৩ অপরাহ্ন
সিলেট সদর উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এলএলপি ফিতা পাইপ (পানির পাম্প) কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে ৮টি গ্রুপের মধ্যে এগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা অপুর্ব লাল সরকার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উন্নয়ন প্রকল্পের ডিএই মনিটরিং অফিসার আব্দুল মন্নান।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা সরকার, মোঃ সাইফুল ইসলাম খান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল জব্বার প্রমূখ। বিজ্ঞপ্তি