জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ৮:৪৩:২৯ অপরাহ্ন
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ) জাতীয়তাবাদী ফোরাম সিলেটের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা মঙ্গলবার রাতে নগরীর মুসলিম সাহিত্য সংসদ দরগাহ গেইটের হলরুমে অনুষ্ঠিত হয়।
ফোরামের সহ সভাপতি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ কয়েছ, সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসাইন বেলাল, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতু, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আলফুজ্জামান বকুল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুনু আহমদ, ফোরামের সহ সভাপতি আজাদুর রহমান, ফোরামের সহ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর যুবদল নেতা জুবেদ আমিরী, নজরুল ইসলাম, ইমাদ উদ্দিন চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি সিহাব খান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম. সুয়েব আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম. রশিদ আহমদ, মহানগর যুবদল নেতা আব্দুল বাছির (বাছিত) মেম্বার, মহানগর যুবদল নেতা সাইরুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আক্তার মিয়া, যুবদল নেতা ছবরুল ইসলাম নেপুর, যুবদল নেতা রিপন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা রুয়েল আহমদ রাজা, ফোরামের সিনিয়র নেতা আফরোজ আলী, ফোরামের সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সুমন, সাবেক ছাত্রনেতা ও ফোরামের সিুিনয়র সদস্য রুম্মান আহমদ রাজু, মোঃ নয়ন পাশা, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, ফোরামের সিনিয়র সদস্য হাবিবুর রহমান পারভেজ ও মোশাররফ হোসেন হেলাল প্রমুখ।
সভায় ফোরামকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা তোফাজ্জল হোসাইন বেলালকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। সভায় আহবায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ দিনের ভিতরে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠনের দায়িত্ব প্রদান করা হয়। বিজ্ঞপ্তি