শেষ হলো বিপিএল সিলেট পর্ব
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ১০:০৩:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের সিলেট পর্ব। চার দিনে আট ম্যাচের প্রদর্শনীতে প্লে অফ নিশ্চিত করলো কেবল সিলেট। বাকী দলগুলোর নিশ্চিত হয়নি এখনো।
সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনাকে ৩১ রানে হারিয়েছে সিলেট। এ জয়ে ১০ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে মাশরাফির দল লিগ টেবিলের শীর্ষস্থান পোক্ত তো করলোই, সঙ্গে সবার আগে নিশ্চিত করলো আসরের প্লে-অফ পর্ব। সিলেটের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে খুলনার রানের চাকা থামে ১৬১ রানে। খেলা শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকের উদ্দেশে ল্যাপ অব অনার দিয়েছেন সিলেটের ক্রিকেটাররা।
এদিকে, মঙ্গলবার সিলেট পর্বের শেষ ম্যাচের প্রথম দিনে ঢাকার কাছে পাত্তা পেল না বরিশাল। হতাশায় ডুবে থাকা ঢাকা উড়িয়ে দিল সাকিব আল হাসানের বরিশালকে। বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এলো নাসির হোসেনর দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে সাকিবের দল। আগে ব্যাট করতে নেমে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ২০ ওভারে মাত্র ১৫৬ রান তোলে বরিশাল। জবাব দিতে নেমে ৭ বল হাতে রেখে ঢাকা জয় পেয়ে যায়। ঢাকা ১৮.৫ ওভারে সংগ্রহ করে ১৫৭ রান।
আগে ব্যাট করতে নেমে বরিশালের হয়ে ভালো করেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নেমে ৩৫ বলে ৪২ রান করেন এনামুল। তবে তিনি ভালো করলেও টপ ও মিডল অর্ডারের অন্যদের ব্যর্থতায় ধুঁকছিল দল। ৬ নম্বরে নেমে মাহমুদউল্লাহ করেন ২৭ বলে ৩৯ রান। পরে ৫ বলে ১৭ রান করে দলকে দেড়শ পার করান জানাত।
সাকিব ব্যাট হাতে ব্যর্থ হন। ৫ রান করেই ফেরেন সাজঘরে। ছন্দে থাকা ইফতেখারও পারেননি জ্বলে উঠতে। ১০ রানে ভাঙে তাঁর প্রতিরোধ। ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে আসে ২ রান।
রান তাড়ায় ঢাকার হয়ে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ মিঠুন। সর্বোচ্চ ৩৬ বলে ৫৪ রান করেন তিনি। হয়েছেন ম্যাচ সেরাও। এ ছাড়া ২২ বলে ৩৭ রান করেন সৌম্য সরকার। ২১ বলে ২৬ রান করেন আব্দুল্লাহ আল মামুন। ১৬ বলে ২০ রানের অপরজিত ইনিংস খেলেন অধিনায়ক নাসির হোসেন।
তবে গতকাল জিতলেও ঢাকা ডমিনেটর্সের জন্য প্লে অফে যাওয়া খুবই কঠিন। ফরচুন বরিশালের বিপক্ষে হারলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যেত। তবে গ্রুপ পর্বের দশম ম্যাচে তৃতীয় জয়ে তাদের শেষ চারের আশা বেঁচে থাকল। অন্যদিকে দ্বিতীয় দল হিসেবে সাকিবের বরিশালের প্লে অফে যাওয়ার অপেক্ষা বাড়ল।