সিলেটে ঘন কুয়াশা
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ৯:৩০:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : তাপমাত্রা কমলেও সিলেটে মঙ্গলবার সকালে ঘন কুয়াশা দেখা গেছে। ভোররাত থেকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বেলে চলাচল করে যানবাহন। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে শুরু করে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, সিলেটে যে কুয়াশা তা বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেটে যায়। আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে এই কুয়াশা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সিলেটে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।
চলতি জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শৈত্যপ্রবাহ শুরু হয়। দেশের শীতের হটস্পট বলে পরিচিতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল, পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং চুয়াডাঙ্গায় একাধিক দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গত প্রায় এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়তে থাকে।