এমসি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২২:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সরকারি এমসি কলেজের একাদশ শ্রেণির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো.আশরাফুল কবিরের সভাপতিত্বে এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সরকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় এতে শিক্ষক পরিষদের জেষ্ঠ্য যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান আলমগীর, ভর্তি কমিটির আহবায়ক মোহাম্মদ বিলাল হোসেন এবং সদস্য মোদাব্বির হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যক্ষ আশরাফুল কবির নবীণ শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।