বড়লেখায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৫:২২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী সভা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অলিম্পিয়াডে উপজেলার ১৩টি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ষ্টল খুলে নিজেদের উদ্ভাবনী প্রদর্শণ করে।
ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।