শাহজালাল জামেয়ার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪৮:২০ অপরাহ্ন
সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য গঠনে খেলাধূলার প্রয়োজন আছে। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য আজকের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও যথাযথ ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এসময় তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলসহ পাঠ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বুধবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জামেয়ার প্রিন্সিপাল গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা উমামা বেগম ও তৌহিদা জান্নাতের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা গিয়াস উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারবিন।
এদিকে, একই দিন বালিকা শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা: পারভীন আফরোজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা একাডেমি সুপারভাইজার শিরিন আক্তার।
মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরীর সভাপতিত্বে এবং কামরুন নাহার জেবিন ও মরিয়ম আক্তার মুক্তার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ মোর্শেদা আক্তার, ক্রীড়া কমিটির আহবায়ক ইয়াসমিন আরা, সহকারি শিক্ষিকা ফাতেমা খাতুন নিপা প্রমুখ। বিজ্ঞপ্তি