কাজী শফিকুল ইসলাম কলেজে নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৪:৩৭ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : মাধবপুরের একাদশ শ্রেণির ভর্তিকৃত ২০২২-২৩ সেশনে সকল নবীন ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ওরিয়েন্টেশন বুধবার অনুষ্ঠিত হয়। এ সময় নবীন ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরন করেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাজী হারিছুর রহমান। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আহমেদুর রহমান বিনকাস ও রাহেলা বেগম। এছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটি ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ ফেরদৌস মিয়া (অধ্যাপক) মোঃ আল আমিন, (প্রভাষক) মোঃ জামাল হোসেন মৃধা (প্রভাষক), মোঃ শাহিন মিয়া, (প্রভাষক) ও অভিভাবক দীপক রায় প্রমুখ।