প্রধানমন্ত্রীর সাথে শিল্প-উদ্যোক্তা নাজিমের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৭:৪০ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান শিল্প-উদ্যোক্তা আব্দুল করিম নাজিম। গত সোমবার দুপুরে গণভবনে পূর্ব নির্ধারিত এ মতবিনিময় সভায় নাজিমের পরিবারের সদস্যরা ছাড়াও দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ উপস্থিত ছিলেন।
এসময় তারা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় শিল্প-উদ্যোক্তা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য আব্দুল করিম নাজিমসহ প্রবাসী বাঙালিদের প্রশংসা করেন। ব্যাংকিং সেক্টরে শাহজালাল ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের ভূঁয়শী প্রশংসা করেন। পাশাপাশি এ সেক্টরকে আরো গতিশীল করতে নতুন করে ইনভেস্ট বাড়ানোরও আহ্বান জানান ।
করোনা মহামারী, যুদ্ধসহ বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল করিম নাজিম। তিনি বর্তমান সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগিতা প্রদানেরও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি