শাহজালাল জামেয়ার একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৭:৫১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেছেন, চূড়ান্ত সফলতার আগে ভাল ফলাফল করেই আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। কারণ জীবনে চূড়ান্ত সফলতাই হবে একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য। বর্তমান সময়ে আমরা অনেকে উচ্চ শিক্ষিত হয়ে নৈতিকতা হারিয়ে ফেলছি। অহংকারমুক্ত জীবন গঠনের চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবনে সফল হতে হলে সব ধর্মের মানুষের উচিৎ হলো মুহাম্মদ সা: কে অনুসরণ করা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে শ্রেণীকক্ষে শিক্ষকদের পাঠদানের সময় মনযোগি হতে হবে। শ্রেণী কক্ষে মনযোগী শিক্ষার্থী ভাল ফলাফলের আশা করতে পারে।
তিনি বৃহস্পতিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জামেয়ার প্রিন্সিপাল গোলাম রব্বানীর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মুহিব আলী ও প্রভাষক পিয়ার আহমদ দিপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আরিফ রাব্বানী খাঁন। স্বাগত বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সহকারি অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, সিনিয়র শিক্ষক আব্দুর রব। বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী হোসেন শাহরিয়ার রাজি, দ্বাদশ শিক্ষার্থী গোলাম মাহবুব সালমান। নবীনদের সাথে শিক্ষকদের পরিচিতি করিয়ে দেন জামেয়ার প্রিন্সিপাল গোলাম রব্বানী।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আহমেদ আরিফ চৌধুরী শেখ আবু সাইদ রাহী। নবীনদের উদ্দেশ্যে গান পরিবেশন করেন শাহনেওয়াজ চৌধুরী রাজিব।
এছাড়া মহিলা শাখায় একাদশ শ্রেণির ছাত্রীদের পৃথক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজ ইনচার্জ মুর্শেদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি