ফরেস্ট হিল স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫০:৩০ অপরাহ্ন
বার্ষিক ক্রীড়া শিক্ষার্থীদের বার্ষিক উৎসব। এ উৎসব ছাত্র-ছাত্রীদেরকে প্রফুল্ল রাখে। শুধু তাই নয়, এটা তাদের মেধা বিকাশেও সহযোগিতা করে। তাই সকল ছাত্র-ছাত্রীকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
সিলেট নগরীর দরগাহ মহল্লাস্থ ফরেস্ট হিল স্কুল-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার গোলাপগঞ্জের হেতিমগঞ্জস্থ ড্রিমল্যান্ড পার্কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফরেস্ট হিল স্কুল-এর অধ্যক্ষ মুরশেদা রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মো. হেনা সিদ্দিকী।
স্কুলের শিক্ষিকা শামীমা জাফরিন মিম ও নওশিন আনিকা খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষা কর্মকর্তা রওশন আরা চৌধুরী এবং শিক্ষানুরাগী ফরিদা খানম। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দা মানসুরা আক্তার। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দেওয়ান আবদুল মুহিত ও গীতা পাঠ করেন প্রবাল দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি