বিশ্বনাথে কমিউনিটি কিনিকের পুন:নির্মাণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২৪:১৩ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বনাথের আবক্রপুর-পূর্ব শ্বাসরাম কমিউনিটি কিনিকের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এসময় তিনি বলেন, স্বাস্থ্য সেবা জনগণের দোগোড়ায় পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অজপাড়া গাঁয়ের মানুষেরা আজ সহজে স্বাস্থ্য সেবা পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি কিনিকের মাধ্যমে বাংলার ঘরে ঘরে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। ওই সেবা পেয়ে মানুষ উপকার ও উপকৃত হচ্ছে। কমিউনিটি কিনিকের ধারাবাহিকতা বজায় থাকতে প্রধানমন্ত্রী যা করার দরকার তিনি করে যাচ্ছেন।
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল হিরণের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি বলেন, সংসদে অনেক বার স্বাস্থ্য সেবার মান নিয়ে কথা বলেছি। জনগণ বর্তমানে স্বাস্থ্য সেবার মান নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, সব চিত্র পাল্টে গিয়ে সাধারণ মানুষ আজ সেবা পেয়ে উপকার পাচ্ছেন।
বিশ্বনাথ প্রেসকাবের সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী সমিতির সাবেক সভাপতি মনির আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শামীম আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ডাক্তার আছাব উদ্দিন আছকির, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, আতাউর রহমান আতা, আবক্রপুর-পূর্ব শ্বাসরাম কমিউনিটি কিনিকের কর্মকর্তা বাপ্পা দাশ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব শ্বাসরাম গ্রামের মুরব্বী বুরহান উদ্দিন, আপ্তাব আলী, তকবুল আলী, আব্দুর রহমান, মনই দাশ, খোয়াজ আলী, মকবুল আলী, নেছার মিয়া, মনির আলী, সংগঠক তফজ্জুল আলী, মুরাদ আহমদ, ইউসুফ আলী, বাপন দাশ, কমিউনিটি কিনিকের কর্মকর্তা মান্না আহমদ, কামরুল ইসলাম, তামান্না আক্তার, ফারজানা বেগম, লুবনা বেগম, আওয়ামী লীগ নেতা আনহার আলী।
অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পূর্ব শ্বাসরাম জামে মসজিদের ইমাম হাফিজ সালমান আহমদ। গীতা পাঠ করেন সুদিপ রঞ্জন দত্ত।
আলোচনা সভা শেষে সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আবক্রপুর-পূর্ব শ্বাসরাম কমিউনিটি কিনিকের উদ্বোধন করেন।