তাহিরপুরে নুরুল হত্যায় ঢাকা থেকে গ্রেফতার ৫
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০৬:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুরে চাঞ্চল্যকর নুরুল আমিন হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম এ তথ্যটি জানান।
গ্রেফতারকৃতরা হলো, তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত তাহির আলীর ছেলে নুরুল হক (৬৫), শাহজাহান (৫৫), শাহ আলম (৫৩) ও একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. রুমনাজ মিয়া (২৮) ও মো. নাঈম মিয়া (২৫)। বুধবার রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১৯ জানুয়ারি তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল আমিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে তাছকিরুল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব। বুধবার তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে ৫ আসামীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সুনামগঞ্জ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক বলেন, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল আমিন নিহত হন। ঘটনার পরপর আসামিরা গ্রাম ছেড়ে ঢাকাতে পালিয়ে যায়। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাব-৯ এর সুনামগঞ্জের কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ।